বার্তা প্রধান।। মিজানুর রহমান মিলন।।
সংক্ষিপ্ত পরিচিতিঃ
———————-
নাম- ইসমাইল আশরাফ,
পিতা মোঃ তমিজ উদ্দিন। বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন।বর্তমানে অবসরপ্রাপ্ত। মা- মরহুম আছিয়া বেগম। ৩ ভাই ৩ বোনের মধ্যে তিনি ৪র্থ। জন্ম ২৩ জুন। লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় (বালাটারী)।
কর্মজীবনঃ
————-
তিনি পেশায় একজন সাংবাদিক। বহুমাত্রিক গুণে গুণান্বিত এই মহৎ মানুষটি একাধারে কবি, সাংবাদিক, কলামিস্ট, গায়ক, নাট্য রাইটার, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা। ইতিপূর্বে তিনি টিভি নাটকে অভিনয়, নাটক নির্মাণ ও মিউজিক ভিডিও নির্মাণসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। তিনি ঢাকায় থাকা অবস্থায় বিভিন্ন মিডিয়া (সংবাদ) হাউজে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি “ডেইলিমেইল” এর সম্পাদক ছাড়াও “বাংলা৫২নিউজ” এর বিশেষ প্রতিনিধি এবং “জাতীয় দৈনিক নাগরিক ভাবনা’য়” জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।।
কলেজ জীবনঃ
—————–
কলেজ জীবন থেকেই বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি শুরু করেন। অনেক গ্রুপ ও সংগঠন থেকে তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মানপত্র পেয়েছেন। প্রচার বিমুখ এই সাদা মনের মানুষটি সবসময় আড়ালে থেকে কাজ করে চলছেন।।
ব্যক্তিগত জীবনঃ
——————–
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ঢাকার উত্তরায় বসবাস করেছেন প্রায় ১৮ বছর। এখন নিজ বাড়ি লালমনিরহাটে অবস্থান করছেন। তার লেখার মধ্যে মা, মাটি, মানুষসহ সমাজের কিছু বাস্তব চিত্র ভিন্ন আঙ্গিকে ফুটে উঠেছে। আমি তার সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করছি।।
শুভ জন্মদিনঃ
—————–
আজ কবি, সাংবাদিক ইসমাইল আশরাফের শুভ জন্মদিন। ডেইলিমেইল২৪ এর সকল কলাকুশলী, শুভাকাঙ্ক্ষীর ও সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি আমাদের মাঝে থাকুক সারাজীবন। পক্ষান্তরে সকল সাংবাদিক ও পাঠক সমাজের নিকট তিনি দোয়া কামনা করেছেন।। (আমীন)