শামীমা আক্তার শিমু।।লালমনিরহাট।।
“প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়রো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে বৃহস্পতিবার (১৮এপ্রিল) আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ।
এ সময়ে অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী,উপজেলা পোল্ট্রি-ডেইরী ফার্ম মালিক-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ খামারীরা উপস্থিত ছিলেন।