গত ১৬মে, রোজ- বৃহস্পতিবার, টিফিন সময় আনুমানিক ২.৩০মিনিটে মাদরাসা হতে বাহির হয়ে এখন পর্যন্ত বাড়িতে/মাদ্রাসায় ফিরে আসে নাই। এই মর্মে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শিশুটির নামঃ আলাউদ্দিন সরকার আপন(১৩)।
পিতাঃ মোঃ জরিপ আলী।
গ্রামঃ বালাটারী (বিএনপি কলোনি) লালমনিরহাট সদর।
সে মালিটারী তালিমুল কুরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা’র নাজেরা বিভাগের ছাত্র। শ্রেণি- চতুর্থ। ছেলেটি ফর্সা, তার থুতনিতে একটি কালো দাগ আছে।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে খুঁজে পান অনুগ্রহপূর্বক 01785687546- মোঃ জরিপ আলী এবং 01726966676- মোঃ ওসমান গনি, এই নাম্বারে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ করছি।
অনুরোধক্রমে…..
প্রিন্সিপাল
মোঃ ওসমান গনি
মালিটারী তালিমুল কুরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা।
হারাটি, লালমনিরহাট সদর।।