লালমনিরহাট(কালীগঞ্জ) প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় মাদক, নারী ও শিশু নির্যাতন, অপমৃত্যু, চোরাচালান, প্রতিরোধে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯-৭-২০২৪ইং দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ঈমামের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অদিতি রায়, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদাস কুমার (বাবুল) বক্তব্য রাখেন।
বক্তারা মাদক, নারী ও শিশু নির্যাতন, অপমৃত্যু, চোরাচালান, প্রতিরোধে করনীয় বিষয়ে আলোকপাত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জহির ইমাম বলেন- এই জাতীয় মহত্ত্বময় মতবিনিময় একটি সুন্দর দেশ ও জাতী গঠনে বিশেষ ভূমিকা রাখে। তিনি সকল কর্মকর্তাকে এগিয়ে আসার আহবান জানান।