মোঃ ওয়াদুদ আহমেদ মিলু
লালমনিরহাট কালীগঞ্জ প্রতিনিধি।।
লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার দলগ্রাম ইউনিয়নে পালিত হয়েছে হাসিমুখ সমাজকল্যাণ পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ বৃহস্পতিবার (২১জুন) দলগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, নতুন টিশার্ট উন্মোচন,কেক কাটা, বৃক্ষরোপন সহ নানা কার্যক্রম এর মধ্যে দিয়ে দিনটি উৎযাপন করা হয়।
অনুষ্ঠানে সংগঠন এর সভাপতি আশিকুর রহমান আশিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলগ্রাম ইউনিয়ন এর কাজী মোঃ আবু হানিফ, আরো উপস্থিত ছিলেন জিন্না রহমান জয়-উপদেষ্টা হাসিমুখ সমাজ কল্যান পরিষদ, শাহিদুল ইসলাম সুজন, সোহাইব হোসেন মানিক – সহ সভাপতি যুব ফোরাম, এম এ আবু সাঈদ- সভাপতি বাংলাদেশ ব্লাড ব্যাংক লালমনিরহাট জেলা শাখা সহ সংগঠন এর সকল সদস্য
অনুষ্ঠান কালে সংগঠন এর সভাপতি আশিকুর রহমান আশিক বলেন এই উপজেলায় এক সময় ব্যাঙ এর ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিলো নানা সংগঠন। কিন্তু কেউ একবছর এর বেশি টিকতে পারেনি। কেবল আমার সংগঠন হাসিমুখ সমাজ কল্যান পরিষদ এ আজ ৩ বছর এ পা রাখল। আমি আশা করি আগামী তে আমার সংগঠন কে কেবল এই উপজেলা নয় সারা দেশ চিনবে। সেই লক্ষ নিয়ে এগিয়ে যাচ্ছি । সব শেষে তিনি এলাকার বৃত্তবান ও সরকার কে তার সংগঠন এর সাথে থাকার অনুরোধ জানায়।