নিজস্ব প্রতিবেদক।।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাতে ২০২৩-২৪ অর্থবছরে বোরো মৌসুমে হাইব্রীড ও উফশী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়। ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়িতে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরন কালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০২৩-২৪ অর্থ বছরে কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ, আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের মাঝে প্রতি কৃষক পরিবারকে ২(দুই) কেজি করে হাইব্রিড জাতের বীজ ও সার বিনামুল্য প্রদান করা হয়।এসময় আরো উফশী জাতের বীজ এক কৃষক পরিবারকে ৫ (পাঁচ) কেজি বীজ সারসহ বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উদ্ভিদ ও কৃষি সম্প্রসারণ কর্মকতা তৃপ্তি কর চাকমা সঞ্চালনায়, বিশেষ অতিথি কৃষি বিদ মো: রাশেদ চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রিপন ওঝা, মহালছড়ি প্রেসক্লাবে সভাপতি দীপক সেন সহ বিভিন্ন সংবাদ কর্মী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকগণ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা কৃষকদের কৃষি সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া দেন।