বিশেষ প্রতিবেদক।।
গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচি র আওতায় (ইজিপিপি) প্রকল্প বাস্তবায়নে শতভাগ সফল প্রকল্প বাস্তবায়ন অফিস। এদিকে কাজের মান সোনার বাংলা বিনির্মানের উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ।
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, গত বছরের শেষে শুরু হয়ে চলতি বছরের শুরুতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) প্রকল্পে সুন্দরগঞ্জ উপজেলায় ৪০ দিনের জন্য প্রায় চার হাজার ৩৪২ জন কাজের সুযোগ পায়। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে এলাকার রাস্তাঘাট, ধর্মীয় উপাসনালয়সহ নানান উন্নয়নের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমেছে। এমন কাজে সন্তোষ প্রকাশ করেছে সাধারণ জনগণ।
বর্তমান সরকারের নানান উন্নয়নের অংশীদার হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। এরই অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নের সকল কাজ শতভাগ বাস্তবায়ন করে প্রশংসায় পঞ্চমুখ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল।
বৃহৎ এ উপজেলায় জনসংখ্যার তুলনায় শ্রমিক অনেক কম। তাই এখানে শ্রমিকের সংখ্যা বাড়ানোর জোরদাবি জানিয়েছেন স্থানীয় মানুষেরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, ১৫ টি ইউনিয়নে সরকারের উন্নয়ন পৌঁছে দেয়া অনেক চ্যালেঞ্জ। আমরা অফিস থেকে সবসময় শতভাগ কাজ করে নেয়ার চেষ্টা করছি এবং সফলতা পাচ্ছি।
স্থানীয়রা বলছেন, কর্মসূচির কাজের শ্রমিকরা দলনেতার নির্দেশে সকাল থেকে বিকাল পর্যন্ত নিরলসভাবে কাজ করার ফলে দৃশ্যমান কাজের চিত্র ফুটে উঠেছে। কর্মকর্তাদের সহযোগিতা ও তাদের চেষ্টা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সচেতন মহল।