ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে ,আনব হাসি সবার ঘরে “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী,বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।