ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমাত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নীলফামারীর ডোমারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ই মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়েজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেমিনারে সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুল আলম বিপিএএ।
উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, সেনেটারী ইন্সপেক্টর আল আমিন রহমান, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম,উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, টিসিবি ডিলার জুম্মা রহিম দুলু প্রমুখ।