#কারণ_আমি_মেয়ে
——–#ইসমাইল_আশরাফ।।
কারণ আমি মেয়ে!
আমার পানে তাকিয়ে হাসে সে,
দৃষ্টিগোচর হলাম কেন তার
সেটাই না’কি অপরাধ আমার।।
চেষ্টা করি ঢাকতে গতর কত
আমার দিকে তাকিয়ে থাকে শত!
আমি বলি- আমি আমার মতোই
লাভ হবেনা- দৃষ্টি ফেলো যতই।।
শরীরের ভাঁজ যায় গো যদি দেখা
কপালে আজ দুঃখ অনেক লেখা!
কত জনের মুখে কত বাণী
চুপ থেকে সব,
নিজ কানেতে শুনি।।
তবু আমি হজম করি কথা
মুখ লুকিয়ে এগিয়ে চলি তথা!
যদি আমি মা-বোন হতাম তোমার
লজ্জা ভুলে তাকিয়ে থেকে
বলতে কথা – কি আর?
পথেপথে বাঁধা আসুক যত
এরাই হলো এই সমাজের ক্ষত!
এদের ভয়ে লুকিয়ে থাকা নয়
সভ্য সমাজ গড়তে হবে
ভয়কে করে জয়।।
তবু আমি প্রায়ই থাকি চুপ
নীরব মনে ভালবাসার
জ্বালিয়ে রাখি ধূপ।।
আমার মতো ধৈর্য্য নিয়ে
সমাজ গড়ে কে?
আমিই পারি – সতত মনে
কারণ আমি মেয়ে!!