নিজস্ব প্রতিবেদক।।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ ইং পালিত হয়েছে।
রবিবার ১০ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্কাউট সদস্যদের নিয়ে মহড়া শেষ করে আলোচনা সভার মিলিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মহড়ায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল আলম বিপিএএ।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এবং সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইয়েদ মো: ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মাবুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।