জহুরুল হক জনি।। বিশেষ প্রতিনিধি।।
মানব সেবাই সর্বোত্তম। পৃথিবীর ইতিহাসে যারা চিরস্মরণীয় হয়ে আছেন– তাদের স্মরণীয় বা বরণীয় হবার অন্তরালে যে মূলমন্ত্রটি রয়েছে তা হল মানুষ ও মানবতার সেবা করা। তেমনি মানব সেবার একজন প্রজ্জলীত গুনী ব্যক্তিত্ব আলহাজ্ব সিরাজুল হক। যিনি ইতোমধ্যেই তার মমত্বময় কর্মগুনে বৃহওর আদিতমারী তথা লালমনিরহাটের মানুষের হৃদয়ের কোমল অংশে ফুটন্ত রবির মতোই স্থান করে নিয়েছেন।
আজ আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুর্গাপুর বাজার কবরস্থানের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সিরাজুল হক, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, লালমনিরহাট জেলা শাখা ও সাবেক সফল দুইবারের উপজেলা চেয়ারম্যান, আদিতমারী, লালমনিরহাট।
ভিত্তি স্হাপন শেষে তিনি বলেন- মানুষ মরনশীল। এখন থেকে দূর্গাপুর এলাকার মানুষের লাশ নিয়ে আর কোন কষ্ট পোহাতে হবেনা। তিনি বলেন- মানুষ মানুষের জন্য। বিগত করোনা কালীন সময়ে আমি আমার সবটুকু বিলিয়ে দিয়েছি অসহায়দের মাঝে। এবার রমজান মাসে আমার কিছু বরাদ্দ আছে মেহনতী মানুষদের জন্য। তবে আমি প্রচার বা প্রসারের লক্ষ্যে কাজ করি না। কারণ সবার উপরে মহান আল্লাহ সবকিছু দেখেন। আমার প্রাপ্যটুকু তিনিই দিবেন, ইনশাআল্লাহ।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে এগিয়ে চলছি। আমি আমরণ জয় বাংলার লোক হয়েই থাকতে চাই। আমি সবসময় মানুষের পাশে ছিলাম এবং আছি। অধিকার আদায়ে সবসময় ছিলাম বদ্ধপরিকর। কখনো নীতির সাথে আপোষ করনি। সুখে দুঃখে সবার সাথে কাজ করেছি।
এক প্রশ্নের জবাবে সিরাজুল হক বলেন- আমি আজীবন মানুষের সেবা করে যেতে চাই। এক্ষেত্রে কে, কি বলল? কে, কি করল- সে বিষয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। প্রকৃত সত্য সূর্যের ন্যায় একদিন আলো ছড়াবে। আমি সেই দিনটির অপেক্ষায় আছি। কারণ নিন্দুকেরা কখনো ভালো কাজ করে না, অন্যকেও ভালো কাজ করতেও দেয় না। তবে কারো প্রতি আমার কোন ক্ষোভ নেই, সবাই ভালো থাকুক এটাই আমার প্রত্যাশা।