বিশেষ প্রতিবেদক।।
গত ০৬/০৪/২০২৪ *আদিতমারী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ০৩(তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ- শিরোনামে প্রকাশিত সংবাদের সংশোধনী।
এলাকায় গিয়ে সরজমিনে জানতে পারা যায় ২ নং আসামি মোঃ শাকিল মিয়া (২৪), পিতা- মোঃ ছমির উদ্দিন, মাতা- মৃত সোহাগী বেগম, সাং- তালুক দুলালী ৫নং ওয়ার্ড, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। তিনি কখন মাদক কারবারি বা অবৈধ কার্যকলাপে জড়িত ছিলেন না, বরং এহেন মাদক ব্যবসাকে তিনি ঘৃণা করেন। গত ০৬/০৪/২০২৪ তারিখে পুলিশ যে পিকআপ গাড়িটি শসাসহ জব্দ করেন মোঃ শাকিল ২৪ সেই গাড়ির একজন চালক মাত্র। তাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান শাকিল মিয়া ও এলাকাবাসী।
জানা যায়, শাকিল মিয়া একজন পিক-আপ চালক। কে বা কাহারা তার চালিত গাড়িতে শসা বহনের নামে শসার বস্তায় মাদক পাচার করছিল। যা সম্পর্কে শাকিল মিয়া অবগত নন। শাকিল মিয়া জানান- এমন মিথ্যা, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। প্রকৃতপক্ষে, আমি কতিপয় অজ্ঞাতনামা কারবারির কারনে সম্পূর্ণ বিনাদোষে আটক হই। যা দুঃখজনক ও মানহানিকর। বিষয়টি তদন্ত পূর্বক খতিয়ে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ করছি।