নিজস্ব প্রতিবেদক।।
ফরিদপুরের মধুখালীতে মসজিদের ইমামকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে তার আপন ভাতিজা।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলিয়া গ্রামের কাশেম কাজীর সাথে। ভুক্তভোগী কাশেম কাজী দিঘলিয়া বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। আহত কাশেম কাজী বর্তমানে মধুখালী সদর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মূলত জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এই ঝামেলার সৃষ্টি। হাসপাতালের বেডে শুয়েও আপন ছোট ভাইকে অভিযুক্ত করতে নারাজ মসজিদের ইমাম।
কাশেম কাজীর ছেলে ওহিদ কাজী সাংবাদিকদেরকে জানান, একা পেয়ে তার পিতাকে, সোহাগ কাজী, মুসা কাজী, ইউনুস কাজী, মিরু বেগম, জোসনা বেগম, সংঘবদ্ধভাবে ঘিরে ফেলে ইট ও লাঠিসোটা দিয়ে আঘাত করে। এ নিয়ে মধুখালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান। প্রধান আসামি সোহাগ গাজী ইতিপূর্বে বিভিন্ন লোকের সাথে বিবাদ করাতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এ কথা জানান এলাকাবাসী।