1. m.milon77@gmail.com : Daily Mail 24.live : Daily Mail 24.live
  2. info@www.dailymail24.live : Daily Mail 24 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমনিরহাটে স্বামীর অণ্ডকোষ চেপে হত্যার দায়ে স্ত্রী আটক লালমনিরহাটে তামাকের গোডাউনে হামলা কোটি টাকার তামাক লুট গাজীপুরে ঝুট ব্যবসায় একক আধিপত্য কাউন্সিলর ফয়সাল সরকারের ডোমারে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা লালমনিরহাটে বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অর্থ আত্মসাৎ প্রমানিত নিজ ঘরে মিললো যুবকের গলাকাটা লাশ  ঐতিহ্যেবাহী ডোমার নাট্য সমিতি মিলনায়তনের আহবায়ক কমিটি গঠন শিক্ষকতা পেশার সমাপ্তি, অবসরে প্রধান শিক্ষক রবিউল আলম লালমনিরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে ডিসি অফিস ঘেরাও  চিলাহাটিতে জামায়াতের পেশাজীবি ইউনিটের উদ্যোগে সুধী সমাবেশ লালমনিরহাটে ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ

বুড়িমারী এক্সপ্রেস চালুর খুশিতে লালমনিরহাটবাসীঃ বঞ্চিত আদিতমারীবাসীর মানববন্ধনের ডাক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

শাহজাহান সুমন

বিশেষ প্রতিনিধি।।

ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে লালমনিরহাটের বুড়িমারী রুটে নতুন একটি ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এতে লালমনিরহাটসহ কয়েকটি জেলার মানুষ খুশি হলেও খুশি হতে পারেনি লালমনিরহাটের একটি উপজেলাবাসী, সেটি হলো আদিতমারী। এর প্রতিবাদে হতে যাচ্ছে মানববন্ধন সহ অনেক কর্মসূচি।এরইমধ্যে মানববন্ধনের ডাক দিয়েছে নাগরিক উন্নয়ন প্রগতি সংস্থা নামে একটি সংগঠন।

রেলওয়ের সূত্র জানায়, বুড়িমারী এক্সপ্রেস নামের এই ট্রেন চলাচল শুরু করবে ১২ মার্চ থেকে । শনিবার (৯ মার্চ) রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক কামরুল আহসান।

 

জানা গেছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে ঢাকায় কর্মরত সড়ক, রেল ও যোগাযোগ অবকাঠামো বিষয় নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর)।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, আমরা রেলে যাত্রী সেবার মান বাড়ানোর চেষ্টা করছি। এবারের ঈদ যাত্রা এবং টিকিট বিক্রির কার্যক্রম আরও ভালো হবে। কোনো ধরনের টিকিট কালোবাজারি হবে না। একইসঙ্গে রেলকে নিরাপদ বাহন করার জন্য যা যা করার আমরা করছি।বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এটা সত্য। তবে সামগ্রিকভাবে বাংলাদেশ রেলওয়ের সবকিছুই খারাপ, এমনটা বলা কিন্তু ঠিক হবে না। রেলে অনিয়ম আছে, ভুল আছে, চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা কিন্তু বসে নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেলপথমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামীতে রেলকে ভালো অবস্থায় নিয়ে যাবো।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. আরিফুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পার্থ সরকার, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) জালাল উদ্দিন আহম্মেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা এসএম সলিমুল্লাহ বাহারসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সদস্যরা কর্মশালায় উপস্থিত ছিলেন। দুঃখের বিষয় আদিতমারী একটি পূর্ণাঙ্গ রেলস্টেশন থাকলেও এখানে স্টপ্রেস হবে না। ট্রেন থামবে না এই জন্য আদিতমারী এলাকার সচেতন নাগরিকগণ আগামীকাল মানববন্ধন এর আয়োজন করেছে, নাগরিক উন্নয়ন প্রগতি সংস্থা আদিতমারী, লালমনিরহাট। এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান সুমন এই প্রতিবেদককে বলেন- আদিতমারী উপজেলা একটি উন্নয়নশীল জায়গা। লালমনিরহাটের বাকী চার উপজেলার রেলস্টেশনে গাড়ী থামলেও এখানে কেন থামবে না, এটার পিছনে যুক্তি কি! সচেতন নাগরিক হিসেবে আমি আদিতমারী উপজেলার রেলস্টেশনে গাড়ী সাময়িক বিরতির জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓