নিজস্ব প্রতিবেদক।।
জাতীর সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব, লালমনিরহাট জেলা শাখার পেশাদার সাংবাদিকগণ। মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ৫০মিনিটে লালমনিরহাট স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সাংবাদিকগণ। এসময় জেলার বিভিন্ন সংগঠন ও সরকারি বেসরকারি সংস্থা সমূহ পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণের পর বাংলাদেশ প্রেসক্লাব, লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস.আর শরিফুল ইসলাম রতন বলেন- ১৬ই ডিসেম্বর বিজয়ের মাস। লাখো শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতা। আমরা সাংবাদিকবৃন্দ সত্য ও ন্যায়ের পক্ষে অটুট থেকে কলমের শক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক ইসমাইল আশরাফ, মিজানুর রহমান মিলন, জহুরুল হক জনি ও রবিউল ইসলাম নিঝুম প্রমূখ।।