বিশেষ প্রতিবেদক।।
মাদারীপুরের ডাসারে ৩১০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করছে পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার শশিকর গ্রামে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামে অশোক মল্লিক(৪০) ও তার স্ত্রী শান্তি মল্লিক(৩৫) নিজ বাড়ীতে মাদক ব্যবসা আসছেন।পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দু’জনকে আটক করে।এসময় তাদের কাছ থেকে ৩১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫৭৫০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত অশোক মল্লিক নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের মৃত অনিল মল্লিকের ছেলে ও তার স্ত্রী শান্তি মল্লিক অশোকের স্ত্রী।
এব্যাপারে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন, গাঁজা ব্যবসায়ী স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে সোমবার আদালতের মধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।