মোঃ আবির হোসেন
স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাট আদিতমারি থানা পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা ০২ টি সাজা পরোয়ানা সহ মোট ০৬ টি মামলার ওয়ারেন্টভূক্ত এবং নিয়মিত মামলার আসামীহ ২ জনকে ঢাকা হতে গ্রেফতার হয়েছে।
জানা গেছে, পুলিশ সুপার লালমনিরহাট মোঃ সাইফুল ইসলাম পিপিএম এর দিক নির্দেশনায় আদিতমারি থানা পুলিশের একটি চৌকস দলের অভিযানে ডিএমপি দক্ষিনখান থানা এলাকা হইতে দীর্ঘদিন যাবত আত্ম গোপনে থাকা দুইটি মামলায় সাজা পরোয়ানাসহ সর্বমোট ০৪(চার) টি মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত একজন এবং দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত একজন আসামীকে ২৫ মে /২০২৪ তারিখ গ্রেপ্তার করা হয়েছে।
সিআর ১১৮/২০ (আদিত) সংক্রান্তে ০৬ মাসের সাজাপ্রাপ্ত এবং পারিডিং- ০৪/২৩ সংক্রান্তে ০৩ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানা, সিআর ১১৮/২০(আদিত) ও জিআর ২১৯/২২(আদিত) সংক্রান্তে মোট ০৪ ওয়ারেন্টভূক্ত আসামী ০১। মোঃ আঃ কুদ্দুস আহমেদ(৩৫), পিতা- আঃ কাশেম, সাং- উত্তর গোবধা, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটকে ডিএমপি দক্ষিনখান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।একই আভিযানিক দলের নেতৃত্বে ডিএমপি রামপুরা থানাধীন শান্তিনগর এলাকা হইতে জিআর ৩০৮/২৩ (আদিত),জিআর-৩১৫/২৪(আদিত) সংক্রান্তে ওয়ারেন্টভুক্ত এবং আদিতমারী থানার নিয়মিত মামলা নং- ১৮, তাং- ২৬/০১/২৩ ইং সংক্রান্তে আসামী ০২। মোঃ আলমগীর হোসেন@ আলম (৩৮), পিং- আঃ মালেক, সাং- বারঘড়িয়া, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করেন আদিতমারী থানার এসআই/মো: আতাউর রহমান, এএসআই জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স । আসামিদের বর্ণিত গ্রেফতারি পরোয়ানা এবং মামলা সংক্রান্তে ২৬/০৫/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানা কতৃপক্ষ।