মোঃ ওয়াদুদ আহমেদ মিলু
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি।।
ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল থেকে ১২ টা পর্যন্ত এসব অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ-এর চাল চাল তুলে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম,।
জেলা পিআইও অফিসের সুত্র জানা গেছে, পবিত্র ঈদুলফিতর উপলক্ষে কালীগঞ্জে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ২২৮.৫৮০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়।
৮টি ইউনিয়নে মোট ২২ হাজার ৮ শত ৫৮ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। প্রধান অতিথি আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি,চাল বিতারনের উদ্ভোধন করেন।
এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নুর ইসলাম আহমেদ, সহ স্থানীয় ইউপি সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।