মোঃ মিজানুর রহমান
বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিবরামে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ভূমি দখল, ফসলের ক্ষেত নস্টসহ লাগাতার ভয়ভীতি প্রদানের অভিযোগ করেছে একটি ভুক্তভোগী পরিবার।
মামলা ও অভিযোগ সূত্রে জানাযায়, সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিবরাম এলাকার মৃত সাত্তারের ছেলে মোঃ নুরুল হকের সাথে একই এলাকার মোঃ সালাম (৩৫) পিতা-মৃত্যু, আবু বক্কর ও আবু সায়েদ (৩৮) পিতা-মৃত্যু কমর উদ্দিন উভয় সাং- শিবরাম, বড়বাড়ি, থানা ও জেলা, লালমনিরহাট ও তাদের দোসরদের সাথে দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে এবং এই চক্রটি নানাভাবে নুরুল হকের ক্ষতি সাধনের জন্য চেস্টা করে আসছে। জানা গেছে নুরুল হকের জমির কিছু অংশ ওই চক্রটি দখল করে রাখে। জমি দখল ছেড়ে দেয়ার কথা বললে আজকাল করে টাল বাহানা করতে থাকে। এরই ধারাবাহিকতায় বিগত ১৫/১২/২০২৩ ইং তারিখে দুপুর ১২ঘটিকায় জমির দখল ছাড়ার কথা বললে অকথ্য ভাষায় গালাগালসহ নুরুল হকের পরিবারকে খুন জখম করার হুমকি প্রদান করে।
এবিষয়ে নুরুল হক বাদী হয়ে বিজ্ঞ আদালতে ১০৭/১১৭ ধারায় ১/ আব্দুস সালাম(৩৩), ২/ শফিকুল ইসলাম (৩০) উভয় পিত- মৃত্যু- আবু বক্কর, ৩/ মোহাম্মদ আলী (৫৫), ৪/ আবু ছালেক (৫২), ৫/ আঃ মালেক সর্ব পিতা- মৃত্যু- কমর উদ্দিন, সর্ব সাং- শিবরাম ও ৬/ সবুজ (৫৫) পিতা মৃত্যু – আকবর আলী সাং- সাদেক নগর, থানা ও জেলা – লালমনিরহাট গনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে, আদালতে বন্ড দিয়ে জামিন হয় এবং আবারো একইভাবে ক্ষতিসাধন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর ধারাবাহিকতায় বিগত ২৩ ফেব্রুয়ারী/২৪ তারিখে নুরুল হকের আবাদী জমির তামাক ক্ষেত নস্ট করে পানি সেচ দেয়। এতে প্রায় নুরুল হকের প্রায় ১৮ হাজার টাকার ফসলের ক্ষতি হয়। এবিষয়ে নুরুল হক মোঃ ছালাম ও আবু সায়েদের বিরুদ্ধে ২৪ ফ্রেব্রুয়ারী লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে পুলিশের তদন্তকারী কর্মকর্তা এএসআই আঃ হাকিম, বিবিন্নভাবে খোঁজখবর ও জিজ্ঞাসা বাদে নুরুল হকে দায়েরকৃত অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছিলেন। এর প্রেক্ষিতে বিবাদীরা আদালতে বন্ড দিয়ে আসে বলে জানা যায়।
এবিষয়ে নুরুল হক বলেন, ওরা সংঘবদ্ধ আদালতে বন্ড দিয়ে আসার পরেও তারা আমি ও আমার পরিবারের ক্ষতি করার জন্য উঠেপরে লেগেছে। আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি এর সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই।