বিশেষ প্রতিবেদক।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমানকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্তির জন্য দাবি জানিয়ে চেম্বার অব কমার্স লালমনিরহাট সাংবাদিক সম্মেলন করেছে।
বুধবার ১০ জানুয়ারী লালমনিরহাট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হল রুমে, চেম্বার অফ কমার্সের আয়োজনে উক্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লালমনিরহাট সদরের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট মতিয়ার রহমানকে মন্ত্রিপরিষদে ঠাই দেয়ার জন্য লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এ হামিদ বাবু। তিনি বলেন এতদিনে আমাদের দলীয় এমপি, মন্ত্রী না থাকায় লালমনিহাট সদরবাসি বরাবরই অবহেলিত থেকে গেছে। এবার সুযোগ এসেছে এডভোকেট মতিয়ার রহমানকে মন্ত্রী পরিষদের ঠাই দিয়ে লালমনিরহাট বাসীর উন্নয়ন তথা, মোগলহাট স্থলবন্দর চালুসহ, অর্থনৈতিক জোন, আইটি পার্ক স্থাপনসহ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে। মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এবারে জননেতা মতিয়ার রহমানকে মন্ত্রিপরিষদে ঠাই দিয়ে লালমিরহাটবাসীর উন্নয়নের সুযোগ করে দিবেন বলে আমরা আশা রাখি।
সংবাদ সম্মেলনে লালমনিহাট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও সকল পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন