1. m.milon77@gmail.com : Daily Mail 24.live : Daily Mail 24.live
  2. info@www.dailymail24.live : Daily Mail 24 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমনিরহাটে স্বামীর অণ্ডকোষ চেপে হত্যার দায়ে স্ত্রী আটক লালমনিরহাটে তামাকের গোডাউনে হামলা কোটি টাকার তামাক লুট গাজীপুরে ঝুট ব্যবসায় একক আধিপত্য কাউন্সিলর ফয়সাল সরকারের ডোমারে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা লালমনিরহাটে বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অর্থ আত্মসাৎ প্রমানিত নিজ ঘরে মিললো যুবকের গলাকাটা লাশ  ঐতিহ্যেবাহী ডোমার নাট্য সমিতি মিলনায়তনের আহবায়ক কমিটি গঠন শিক্ষকতা পেশার সমাপ্তি, অবসরে প্রধান শিক্ষক রবিউল আলম লালমনিরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে ডিসি অফিস ঘেরাও  চিলাহাটিতে জামায়াতের পেশাজীবি ইউনিটের উদ্যোগে সুধী সমাবেশ লালমনিরহাটে ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ

লালমনিরহাটে চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিঃ থানায় অভিযোগ দায়ের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।

লালমনিহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের দক্ষিণ হাড়িভাঙ্গা নামক স্থানে বাড়ির সামনের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, ঝগড়া-বিবাদ ও প্রাণনাশের হুমকি প্রদান করায় একই এলাকার কয়েকজনের নামে লালমনিরহাট সদর থানায় একটি করা হয়েছে। এমতাবস্থায় রাস্তা বন্ধ করায় কয়েকটি পরিবার যাতায়াতের সমস্যায় ঘর থেকে বের হতে পারছে না।

 

সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দক্ষিণ হাড়িভাঙ্গা এলাকার মোঃ সাইফুল ইসলাম(৪৮) ও এরশাদুল হক(৪৫) তাদের পরিবারবর্গ নিয়ে হাঁটাচলা ও বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি মাঝ বরাবর কাঁটাতারের বেড়া দেয়া হয়। এমতাবস্থায় সাইফুল ও এরশাদুলের পরিবারের ছেলেমেয়েদের স্কুলে যেতে কাঁটা তারের সঙ্গে লেগে স্কুল ড্রেস ছিড়ে যাচ্ছে। অবশেষে গত ২৯-০৫-২০২৪ইং সাইফুল ইসলাম বাদী হয়ে একটি একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বিবাদী শামসুল (৪০), সামিউল (৩২) আব্দুস সামাদ (৪৫) একই এলাকার মৃত কুদ্দুস মিয়ার সন্তান। সাইফুল এবং এরশাদুল কুদ্দুস মিয়া কাছে ক্রয় সূত্রে জমির মালিক হোন। কিন্তু তাদের বাসা যাওয়া আসা রাস্তাটিও প্রায় দেড় শতাংশ আলাদা টাকা দিয়ে ক্রয় করেন। ২০১৩ সাল থেকে অদ্যাবধি তারা রাস্তাটি ভোগ দখল করে চলাচল করে আসছিল। কিন্তু বিবাদীগণ বারবার ঝগড়ার অপচেষ্টায় লিপ্ত থাকায় বাধ্য হয়ে সাইফুল ইসলাম বিজ্ঞ আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। যার এমআর মামলা নং- ২৯১/২০২২। সেই সূত্রে আদালতে মামলা হলে আদালত রায় দেয় সেই মোতাবেক প্রসাশনকে রাস্তাটি চলাচলের উপযোগী করার আদেশ প্রদান করে। পরে প্রসাশন রাস্তাটি চলাচলের উপযোগী করে দিলেও আদালতের রায় অমান্য করে উক্ত বিবাদীগণ পুনরায় ওই রাস্তায় কাঁটাতার নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

এ বিষয়ে সাইফুল ইসলাম জানান, শামসুল সামিউল ও আব্দুস সামাদ বারবার আমার ও আমার পরিবারের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে। যেখানে আমি নিজে এক রাস্তা বাবদ এক শতাংশ আলাদা ভাবে ক্রয় করি এবং আমার পার্শ্ববর্তী বাড়ির এরশাদ আধা শতাংশ জমি ক্রয় করে। কিন্তু বিবাদীগণ সেই ক্রয়কৃত রাস্তার উপর কাঁটাতারের বেড়া নির্মাণ করে আমাদের যাতায়াতের বিঘ্ন সৃষ্টি করছে। কাঁদো কাঁদো স্বরে সাইফুল ইসলাম বলেন, তারা সবাই মিলে লাঠি সোটা ও রড নিয়ে আমাদের বারবার মারতে আসে। আমার স্ত্রীকে বলে, বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করবে। আমি ও আমার পরিবার ভয়ে আছি। তাই আবারও প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ- তারা যেন সঠিক তদন্তপূর্বক আমার চলাচলের রাস্তাটি ঠিক করে দেয়। আমার ছেলেমেয়েরা ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে স্কুল ড্রেস ছিড়ে ফেলছে। তিনি বিষয়টি প্রশাসনের নজরে এনে সঠিক বিচার দাবি করেন। সর্বপরি ন্যায় বিচার পেতে ও সমাজিকভাবে শান্তিতে পরিবার পরিজন নিয়ে বসবাসের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার দুটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓