নিজস্ব প্রতিবেদক।।
লালমনিহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের দক্ষিণ হাড়িভাঙ্গা নামক স্থানে বাড়ির সামনের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, ঝগড়া-বিবাদ ও প্রাণনাশের হুমকি প্রদান করায় একই এলাকার কয়েকজনের নামে লালমনিরহাট সদর থানায় একটি করা হয়েছে। এমতাবস্থায় রাস্তা বন্ধ করায় কয়েকটি পরিবার যাতায়াতের সমস্যায় ঘর থেকে বের হতে পারছে না।
সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দক্ষিণ হাড়িভাঙ্গা এলাকার মোঃ সাইফুল ইসলাম(৪৮) ও এরশাদুল হক(৪৫) তাদের পরিবারবর্গ নিয়ে হাঁটাচলা ও বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি মাঝ বরাবর কাঁটাতারের বেড়া দেয়া হয়। এমতাবস্থায় সাইফুল ও এরশাদুলের পরিবারের ছেলেমেয়েদের স্কুলে যেতে কাঁটা তারের সঙ্গে লেগে স্কুল ড্রেস ছিড়ে যাচ্ছে। অবশেষে গত ২৯-০৫-২০২৪ইং সাইফুল ইসলাম বাদী হয়ে একটি একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বিবাদী শামসুল (৪০), সামিউল (৩২) আব্দুস সামাদ (৪৫) একই এলাকার মৃত কুদ্দুস মিয়ার সন্তান। সাইফুল এবং এরশাদুল কুদ্দুস মিয়া কাছে ক্রয় সূত্রে জমির মালিক হোন। কিন্তু তাদের বাসা যাওয়া আসা রাস্তাটিও প্রায় দেড় শতাংশ আলাদা টাকা দিয়ে ক্রয় করেন। ২০১৩ সাল থেকে অদ্যাবধি তারা রাস্তাটি ভোগ দখল করে চলাচল করে আসছিল। কিন্তু বিবাদীগণ বারবার ঝগড়ার অপচেষ্টায় লিপ্ত থাকায় বাধ্য হয়ে সাইফুল ইসলাম বিজ্ঞ আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। যার এমআর মামলা নং- ২৯১/২০২২। সেই সূত্রে আদালতে মামলা হলে আদালত রায় দেয় সেই মোতাবেক প্রসাশনকে রাস্তাটি চলাচলের উপযোগী করার আদেশ প্রদান করে। পরে প্রসাশন রাস্তাটি চলাচলের উপযোগী করে দিলেও আদালতের রায় অমান্য করে উক্ত বিবাদীগণ পুনরায় ওই রাস্তায় কাঁটাতার নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
এ বিষয়ে সাইফুল ইসলাম জানান, শামসুল সামিউল ও আব্দুস সামাদ বারবার আমার ও আমার পরিবারের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে। যেখানে আমি নিজে এক রাস্তা বাবদ এক শতাংশ আলাদা ভাবে ক্রয় করি এবং আমার পার্শ্ববর্তী বাড়ির এরশাদ আধা শতাংশ জমি ক্রয় করে। কিন্তু বিবাদীগণ সেই ক্রয়কৃত রাস্তার উপর কাঁটাতারের বেড়া নির্মাণ করে আমাদের যাতায়াতের বিঘ্ন সৃষ্টি করছে। কাঁদো কাঁদো স্বরে সাইফুল ইসলাম বলেন, তারা সবাই মিলে লাঠি সোটা ও রড নিয়ে আমাদের বারবার মারতে আসে। আমার স্ত্রীকে বলে, বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করবে। আমি ও আমার পরিবার ভয়ে আছি। তাই আবারও প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ- তারা যেন সঠিক তদন্তপূর্বক আমার চলাচলের রাস্তাটি ঠিক করে দেয়। আমার ছেলেমেয়েরা ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে স্কুল ড্রেস ছিড়ে ফেলছে। তিনি বিষয়টি প্রশাসনের নজরে এনে সঠিক বিচার দাবি করেন। সর্বপরি ন্যায় বিচার পেতে ও সমাজিকভাবে শান্তিতে পরিবার পরিজন নিয়ে বসবাসের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার দুটি।