বিশেষ প্রতিনিধি৷।
লালমনিরহাটে পবিত্র হজ্ব যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে (শনিবার) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আল ইহসান টাওয়ারে জিয়ারতে কা’বা হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস অফিস স্টেডিয়াম রোডে এই হজ্ব প্রশিক্ষণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিয়ারতে কা’বা হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলসের আয়োজনে উকৃত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, লালমনিরহাট।
জিয়ারতে কা’বা হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস স্বত্ত্বাধিকারী আলহাজ্ব হাফেজ মাওলানা কাজী আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- আলহাজ্ব মাওলানা মোসলেম উদ্দিন, অধ্যক্ষ নেছারিয়া মাদ্রাসা লালমনিরহাট।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- মোহাম্মদ গোলাম মোস্তফা ( এফ,এ,ভিপি) আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি। এতে আলোচনা ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা কাজী আমজাদ হোসেন।
আলোচকগণ সৌদি ও মক্কায় অবস্থানকালে হাজী সহেব গনের, স্বাস্থ্যসেবা, খাদ্যাব্ভাস ও কিভাবে চলাফেরা করতে হবে বিশদভাবে আলোচনা করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন- আলহাজ্ব আব্দুল কাদের সাবেক চেয়ারম্যান মদাতি ইউনিয়ন পরিষদ আলহাজ্ব বকুল ডিলার বিশিষ্ট ব্যবসায়ী বিভাগীয় পরিচালক বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট, সহ জেলার বিভিন্ন প্রান্তর থেকে ছুটে আসা সম্মানীয় হাজী ও প্রশিক্ষনার্থীগণ।
এ সময় বক্তারা বলেন, পবিত্র হজ্ব পালন শেষে দেশে এসে সকলে যেন আবার মেলবন্ধনে আবদ্ধ হতে পারি এজন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি।
হজ্ব প্রশিক্ষণ শেষে অসুস্থ সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, ও দেশের মানুষের জন্য দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য, পবিত্র হজে গমণেচ্ছুকদের সহী-শুদ্ধভাবে হজ্ব কার্য সম্পন্ন করতে জিয়ারতে কা’বা হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস নিয়মিত এ প্রশিক্ষণের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন জিয়ারতে কা’বা হজ্ব টুরস এন্ড ট্রাভেলস, লালমনিরহাট এর পরিচালক কাজী আব্দুস সাফি।
You have noted very interesting details! ps decent web site.Raise range