মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি রংপুর মিঠাপুকুর এলাকায়। তিনি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের কর্মচারী বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত আব্দুর রাজ্জাক ট্রেন যোগে লালমনিরহাট থেকে বুড়িমারী আসেন। সেখান থেকে বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে ঘুন্টি বাজার এলাকায় এসে রেললাইনের পাশে ফোনে কথা বলার সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী কমিউটার ট্রেনটির ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পরেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মমিনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।