মোঃ আবির হোসেন
স্টাফ রিপোর্টার।।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (৩য় ধাপ) লালমনিরহাট জেলার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা বিষয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ব্রিফিং প্রদান করেছেন পুলিশ সুপার লালমনিরহাট।
জানা গেছে, মঙ্গলবার ২৮ মে, ২০২৪ইং লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম।
উক্ত ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত সকলকে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য, সহনশীলতা, গুরুত্ব ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। এছাড়াও যেকোনো ধরনের পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবেলা করার আহ্বান জানান। পরিশেষে তিনি করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা নির্বাচনী কর্মকর্তা জনাব মোঃ লুৎফুল কবীর সরকার, জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) , লালমনিরহাট, জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, আনসার ভিডিপির কর্মকর্তা, ডিআইও -১, অফিসার ইনচার্জ, লালমনিরহাট থানাসহ লালমনিরহাট জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।