বিশেষ প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৪৪+১২৫ সর্বমোট ১৬৯ বোতল ফেনসিডিলসহ ০১ জন মহিলা গ্রেফতার হয়েছে গ্রেফতারকৃত মহিলার নাম জুঁই আক্তার (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৩নং তুষভান্ডার ইউনিয়নের তালুক বানীনগর মৌজাস্থ শান্তিগঞ্জ বাজার সংলগ্ন রেলগেট হইতে অনুমান ২০০ গজ উত্তর পার্শ্বে একরামুল হক উরফে ভোরেয়া মেকারের মোড় নামক স্হানে পাকা রাস্তার উপর মোছাঃ জুই আক্তার (২৫), স্বামী- মোঃ আঃ মান্নান, পিতা- মোঃ মন্জুরুল ইসলাম, স্থায়ী সাং- বেনুঘাট,চওরারহাট,থানা- হারাগাছ,জেলা- রংপুর মহানগর,রংপুর বর্তমান ঠিকানা- নানা- মোঃ আব্দুল হালিম লাল্টু,সাং- দশগাঁ,থানা পীরগাছা,জেলা- রংপুরের নিকট হতে ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
এদিকে অপর এক অভিযানে কালীগঞ্জ থানা পুলিশের আরেকটি চৌকস টিম ৬নং গোড়ল ইউপির সেবকদাস নিথক মৌজাস্থ মোঃ ইউনুছ আলীর বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে পূর্ব দুয়ারী রান্না ঘরের পিছনে ছাইয়ের ঢিবির উপর থেকে ৫(পাঁচ)টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়,উক্ত পাঁচটি বস্তার প্রতিটিতে ২৫ টি করে মোট ১২৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক মাদকদ্রব্য আইনে পলাতক আসামী মোঃ ইউনুছ আলী পিতা – মোঃ আব্দুল মোতালেব,সাং- সেবকদাস নিথক,থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাটের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।