নিজস্ব প্রতিবেদক।।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে লালমনিরহাটের সংসদীয় ৩টি আসনের প্রার্থীদের অংশগ্রহণে ভার্চুয়াল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে এই ভার্চুয়াল জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত ভার্চুয়াল জনসভায় লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনের, আওয়ামীলীগের প্রার্থী যথাক্রমে, লালমনিরহাট-১ মোঃ মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট-২, নূরুজ্জামান আহম্মেদ এমপি ও লালমনিরহাট-৩ এর এ্যাডঃ মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। উক্ত জনসভায় আরো উপস্থিত ছিলেন সুজিত নন্দী, সাংগঠনিক সম্পাদক, বাংলদেশ আওয়ামীলীগ, রংপুর বিভাগ, এ্যাডঃ সফুরা বেগম রুমী, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ, সাখাওয়াত হোসেন সুমন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, লালমনিরহাট জেলা শাখা, কামরুজ্জামান সুজন চেয়ারম্যান উপজেলা পরিষদ, লালমনিরহাট, রেজাউল করিম স্বপন, মেয়র লালমনিরহাট পৌরসভা। এছাড়াও রাঙ্গামাটি, পাবনা, নাটোর ও পঞ্চগড় জেলার সংসদীয় আসনের সকল প্রার্থীরাও উক্ত ভার্চুয়াল জনসভায় যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫টি জেলার সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রার্থী, নেতাকর্মী, ও জনগনের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এবং আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান। শেখ হাসিনা গত দেড়যুগের শাসন আমলের বিভিন্ন উন্নয়ন ও সরকারের সফলতার বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেন- আওয়ামীলীগ দেশের উন্নয়নে সদাসর্বদা কাজ করে। আওয়ামীলীগ সবসময় জনগনের কল্যাণে কাজ করে।
লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠের জনসভায় জেলার ৩টি সংসদীয় আসনের, বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এ্যাডঃ আশরাফ হোসেন বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ, লালমনিরহাট জেলা শাখা। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় জনসভা শেষ হয়।