সাদেকুল ইসলাম।। লালমনিরহাট প্রতিনিধি।।
দুর্নীতিবাজ, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্যসহ নানারকম প্রতারনার দায়ে আদিতমারি উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল আলমের পদত্যাগ ও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
রবিবার (২৫ আগস্ট) দুপুরের দিকে লালমনিহাট জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কালে শিক্ষার্থীদের ব্যানারে লেখা “অযোগ্য দুর্নীতিবাজ প্রধান শিক্ষক রশিদুল আলম ও মোজাম্মেল হোসেন এর পদত্যাগ চান শিক্ষার্থীরা” পদত্যাগ না করলে লাগাতার কর্মসুচি চালাবে শিক্ষার্থীরা বলে জানায়।
মোগলহাট উচ্চ বিদ্যালেয় ও সরখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মোজাম্মেল হোসেন প্রধান শিক্ষক থাকায় স্বেচ্ছাচারিতা এবং রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছে। শিক্ষার্থীরা আরও জানায়, পরবর্তীতে প্রধান শিক্ষক কৌশল পরিবর্তন করে আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন। যেমন নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি এর নামে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাৎ, প্রকাশ্যে ধুমপান করাসহ উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়ম, সহ নানাভাবে দুর্নীতি শুরু করেন ওই প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন। শিক্ষার্থীরা আরও বলেন, ওই প্রাতারক ও দুর্নীতিকারীদের দ্রুত পদত্যাগ না করলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি দেবো।