মোঃ রয়িসুল সরকার রোমন, স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাটের আদিতমারী থানা এলাকায় ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত দু’টার সময় জমিতে পানির ড্রেন দেয়াকে কেন্দ্র করে বড় ভাই মিজানুর রহমান (৬৫)কে ছোট ভাই রবিউল ইসলাম (৪৫) কোদাল দিয়ে আঘাত করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বড় ভাই ।
নিহত মিজানুর রহমান আদিতমারী বসিনটারী এলাকার খাইরুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানায়- নিহত মিজানুর রহমানের ছোট ভাই রবিউল ইসলামের জমি দিয়ে ক্ষেতে পানি দেওয়ার জন্য পানির ড্রেন তৈরি করছিলেন। এতে ছোট ভাই ড্রেন তৈরিতে বাঁধা দেয়, এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রবিউল বড় ভাই মিজানুরকে কোদাল দিয়ে আঘাত করে। এতে মিজানুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যায়।
আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ আসামি গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে।