মোঃ আবির হোসেন
স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাটে ভূমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসনের লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) বিকাল ৪ ঘটিকায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে অবহিত করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন।এসময়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক, লালমনিরহাটের রেভিনিউ ডেপুটি কালেক্টর তাপসী তাবাসসুম উর্মিসহ উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী ও লালমনিরহাট জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পঞ্চম পর্যায় (২য় ধাপে) উদ্বোধন যোগ্য গৃহনির্মাণের সংখ্যা (৫ম পর্যায়ের একক গৃহ) লালমনিরহাট সদর উপজেলায় ১৭, আদিতমারী উপজেলায় ১৪২, কালীগঞ্জ উপজেলায় ৫৮০জন, হাতীবান্ধা উপজেলায় ১২৬, পাটগ্রাম উপজেলায় ১৪১সহ মোট ১হাজার ৬টি পরিবার পূনর্বাসিত হবে। এবং (জরাজীর্ণ সিআইসিট ব্যারাকের স্থানে একক গৃহ নির্মাণ) এর সংখ্যা আদিতমারী উপজেলায় ১৯২, কালীগঞ্জ উপজেলায় ২৯৫জন, হাতীবান্ধা উপজেলায় ৭০, পাটগ্রাম উপজেলায় ৬০সহ মোট ৬শত ১৭টি পরিবার পূনর্বাসিত হবে।আগামী মঙ্গলবার (১১ জুন) উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটকে সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে বলা হয়, লালমনিরহাট জেলায় সর্বশেষ হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারে সংখ্যা ৫২৪০টি। ৪র্থ পর্যায় পর্যন্ত ৪০৭১টি গৃহনির্মাণ করে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন করা হয়েছে। ৫ম পর্যায়ে বরাদ্দ প্রাপ্ত ১১৬৯টি গৃহের মধ্যে ১ম ধাপে গত ১৪ নভেম্বর ২০২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ১৬৩টি গৃহ উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট ১০০৬টি গৃহের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১১ জুন ২০২৪ তারিখে বেলা ১১.০০ টায় উদ্বোধন করার সদয় সম্মত হয়েছেন। লালমনিরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সুশীল সমাজ, সাংবাদিকসহ উপজেলা আশ্রয়ণ-২ প্রকল্প সংক্রান্ত টাস্কফোর্স কমিটিতে আলোচেনা করে স্ব-স্ব উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তাব এ অফিসে প্রেরণ করে। উপজেলা পর্যায় হতে প্রাপ্ত ভূমিহীন ও গৃহহীন ঘোষণার প্রস্তাব জেলা আশ্রয়ণ-২ প্রকল্প সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় আলোচনা করে প্রকল্প অফিসে প্রেরণ করা হয়। লালমনিরহাট জেলার উপর দিয়ে তিস্তা, ধরলা, সানিয়াজানসহ ছোট বড় ১০টি নদী প্রবাহমান। উক্ত নদীসমূহ ভাঙ্গনের কারণে অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া গেলে তা’ পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে শর্তে জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১১ জুন ২০২৪ তারিখ বেলা ১১.০০ টায় সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করবেন এবং আমাদের প্রিয় লালমনিরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসন লালমনিরহাট ৫ম পর্যায়ের (২য় ধাপে) ১০০৬টি এবং জরাজীর্ণ ব্যারাকে প্রতিস্থাপনযোগ্য ৬১৭টি একক গৃহ মোট ১৬২৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি হস্তান্তর করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী ও মানবিক উদ্যোগটি আপনার/আপনাদের প্রেস ও প্রিন্ট মিডিয়ায় বহুল প্রচারের সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে ভূমিহীন ও গৃহহীন মানুষেরা তাদের ঠিকানা পেয়েছেন এটা বিশ্বের দরবারে বিরল দৃষ্টান্ত। আর বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণেই প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ নিয়েছেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছেন।