কল্লোল আহমেদ।। বিশেষ প্রতিনিধি।।
ঘটনার সূচনাঃ
লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন দূর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার সংলগ্ন মসজিদ মাঠে মসজিদ নির্মাণের কাজে বাঁধা ও কমিটির সদস্যদের উপর হামলার ঘটনায় একদল দুষ্কৃতিকারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় মোঃ আনিছুর রহমান (৫৫) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়- মোঃ আনিছুর রহমান একজন সহজ-সরল ও শান্তিপ্রিয় ব্যক্তি। তিনি উত্তর গোবধা গ্রামে অবস্থিত মসজিদের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন এবং মসজিদের উন্নয়ন কাজের জন্য সরকারী অনুদান ও নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু স্থানীয় একদল দাঙ্গাবাজ ও দুষ্কৃতিকারী মিথ্যা মামলা ও নিয়মিত মসজিদ নির্মাণ কাজে বাঁধা প্রদান করছে এবং মসজিদ কমিটির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছে।
ঘটনার বিবরণঃ
গত ১৩ এপ্রিল ২০২৪ শনিবার দুপুর ১১.৪৫ মিনিটে মসজিদ প্রাঙ্গণে কাজ চলাকালীন সময়ে আসামিরা অজ্ঞাতনামা ৭/৮ জন ভাড়াটে লোকজনসহ বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে লোহার রড, সাবল, লাঠি নিয়ে মসজিদের সীমানায় অনধিকার প্রবেশ করে। তারা মসজিদের নির্মাণ কাজ বন্ধ করতে হুমকি দেয় এবং মসজিদের বাহিরের সিড়ি ভাংচুর করে।
বাদী ও অন্যান্য কমিটির সদস্যরা বাঁধা দিলে, আসামিরা বাদীকে শারীরিকভাবে আক্রমণ করে এবং অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে। ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ মঞ্জিল মিয়া বাঁধা দিতে গেলে তাকে এবং বাদীকে এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে আহত করা হয়। আসামিরা তখন বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং মসজিদ নির্মাণ কার্যক্রমে বাঁধা প্রদান করে। আসামীদের ভয়ে স্থানীয় লোকজন ও কমিটির সদস্যরা মসজিদ নির্মাণ কাজ চালিয়ে যেতে সাহস পাচ্ছেন না।
প্রতিবাদ ও প্রতিকারঃ
মসজিদ নির্মাণে বাঁধার বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলেও, তা কার্যকর করা হয়নি। এ অবস্থায় বাদী আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করতে বাধ্য হন। বাদী আদালতের নিকট আবেদন করেছেন যে, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ২০০২ আইনের ৪ ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ জারি করা হোক এবং মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হোক।
স্থানীয় প্রশাসনের ভূমিকাঃ
স্থানীয় চেয়ারম্যান নান্নু মিয়া আসামীদের পক্ষে বক্তব্য প্রদান করেছেন, যা মসজিদ কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগের বিষয় বলে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের উপর জনগণের আস্থা ক্রমেই কমে যাচ্ছে, কারণ তারা মসজিদ নির্মাণে বাঁধা প্রদানকারী ও হামলাকারীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এমনকি আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে এবং মামলাটি কার্যকর করতে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি বলে অভিযোগ উঠেছে।
পুলিশের বিরুদ্ধে অভিযোগঃ
এদিকে মামলার বাদী মোঃ আনিছুর রহমানের অভিযোগ, আদিতমারী থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করা তো দূরের কথা, উল্টো মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট তৈরি করে তা আদালতে প্রেরণ করার চেষ্টা করছে। বাদী আরো জানান, থানায় অভিযোগ করতে গেলে পুলিশ সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং আসামীদের পক্ষ নিয়ে তাদের মদদ দিয়ে যাচ্ছে।
মানবিক নিবেদন ও প্রার্থনাঃ
মসজিদ নির্মাণের কাজে বাঁধা প্রদান এবং মসজিদ কমিটির উপর হামলার ঘটনায় বিচারপ্রার্থী বাদী আদালতের নিকট প্রার্থনা জানিয়েছেন যে, আসামিদের দ্রুত গ্রেফতার করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক এবং মসজিদ নির্মাণ কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক। স্থানীয় জনগণ ও মসজিদ কমিটির পক্ষ থেকে দ্রুত বিচার আইনের কার্যকারিতা বৃদ্ধির দাবি জানানো হচ্ছে।