লালমনিরহাটে মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মতিয়ার রহমান এমপি, ১৮ লালমনিরহাট-৩ এর সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মে) কলেজ হলরুমে শেখ শফিউদ্দিন কমার্স কলেজ আয়োজনে এ সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ জনাব এন্তাজুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর আসন-০৩ জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ রেজাউল করিম স্বপন মেয়র লালমনিরহাট পৌরসভা, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবর রহমান, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত। জনাব আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু প্রতিষ্ঠাতা ও সভাপতি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ অনেকে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।