মিজানুর রহমান মিলন।। বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় প্রধানের পদত্যাগের দাবীতে আলাদা আলাদাভাবে বিক্ষোভ করেছে।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে বিক্ষোভে আন্দোলনকারীরা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও রশিদুল আলমের পদত্যাগের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
দুর্নীতিবাজ, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্যসহ নানারকম অনিয়মের প্রতিবাদে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন
আদিতমারি উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করেন। এদিকে একই দাবীতে লালমননিরহাট সদর উপজেলার মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। মিছিলে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের পদত্যাগ দাবী করেন।
এদিকে আন্দোলনে নেমেছে কবি ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। তারাও প্রধান শিক্ষক এর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং তাদের দাবী তুলে ধরে শ্লোগান দিতে থাকেন।