মুছা মোর্শেদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপি ঈদ আনন্দ উৎসব এর উদ্বোধন করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি’র সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ।
উদ্বোধক বক্তব্যে বলেন খেলাধুলা মানুষের মন মস্তিষ্ককে ভালো রাখে হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্যবাহী খেলার ঐতিহ্যকে ধরে রাখতে এই খেলার আয়োজন করা হয়েছে। ছোট শিশু ও বয়স্ক সব মানুষেরই আনন্দ এবং পছন্দের খেলা ঘোড়া দৌড় প্রতিযোগিতা বিগত কয়েক বছর বন্ধ থাকার কারনে কারনে এবার এই আয়োজন আরো ব্যাপক ভাবে করা হয়েছে। আয়োজক কমিটির আহবায়ক এবিএম ফারুক সিদ্দিকী বলেন খেলা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছাসেবক ঠিম আছে। আগামী বছরেও খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন । অনুষ্ঠানসূচিঃ
২৩ জুন রবিবারঃ
১। ১০ ঘটিকায় ঝাঁকি জাল বুনন প্রতিযোগিতা।
২। ১১ ঘটিকায় চেঙ্গু পেন্টি খেলা।
৩। ১২ ঘটিকায় বাটুল ছোড়া প্রতিযোগিতা।
৪। ১ ঘটিকায় উটকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা।
৫। ২ ঘটিকায় চকোরচাল খেলা।
৬। ৩ ঘটিকায় হাডুডু খেলা।
৭। ৪ ঘটিকায় গুড্ডির মেলা।
২৪ জুন সোমবারঃ
১। বিকাল ৩ ঘটিকায় হাডুডু ফাইনাল খেলা।
২।বিকাল ৩ /৩০ মিনিটে ঘোড়া দৌড় প্রতিযোগিতা।
৩। সন্ধ্যা ৭:৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫ জুন মঙ্গলবারঃ
১। বিকাল ৩ ঘটিকায় লাঠি খেলা
২। বিকাল ৩/৩০ মিনিটে ঘোড়া দৌড় ফাইনাল প্রতিযোগিতা।
৩।সন্ধ্যা ৭/৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান।