নিজস্ব প্রতিবেদক।।
লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলাধীন গোড়ল ইউনিয়নের চাকলার হাট রাইজিং সান মডেল স্কুলের শুভ উদ্বোধন হয়েছে।
আজ ৩ ডিসেম্বর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক এ কে এম মঈনুল হকের সভাপতিত্বে উক্ত উদ্বোন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান মিজু, চেয়ারম্যান ৭নং চলবলা ইউপি ও সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ কালীগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নুরুল আমীন চেয়ারম্যান ৬নং গোড়ল ইউপি, আমন্ত্রিত অতিথি মাসুদ মিয়া, ইনচার্জ গোড়ল তদন্ত কেন্দ্র, কাজী গোলাম মোস্তফা প্রমখসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুরশিদুজ্জান আহম্মেদ, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, লালমনিরহাট জেলা ও প্রধান শিক্ষক, করিম উদ্দিন পাবলিক পাইলট স্কুল, কালীগঞ্জ, লালমনিরহাট।
সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, আল কাওছার আলী, প্রতিষ্ঠাতা পরিচালক, সান রাইজ মডেল স্কুল ও অন্যান্য শিক্ষক, শিক্ষিকাবৃন্দ।