1. m.milon77@gmail.com : Daily Mail 24.live : Daily Mail 24.live
  2. info@www.dailymail24.live : Daily Mail 24 :
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমনিরহাটে স্বামীর অণ্ডকোষ চেপে হত্যার দায়ে স্ত্রী আটক লালমনিরহাটে অভিনব কায়দায় হামলা ও লুটপাটঃ থানায় অভিযোগ লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ পত্রে জোর পূর্বক স্বাক্ষর ও জুলুমের প্রতিবাদ  অসহায় রেমিট্যান্স যোদ্ধার জমি দখলঃ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহনির্মাণ লালমনিরহাটে পুনাক সভানেত্রী জীবন নাহার নাসরীন জেমী ফুলেল শুভেচছায় সিক্ত চোখ উৎপাটনকারী আলমগীরকে জেলে পাঠালেন আদালত  বিএনপি নেতা তানভীর সিরাজকে বহিষ্কারের গুঞ্জন  অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রঃ সচেতন মহলের ক্ষোভ প্রকাশ গণতন্ত্রের পথে নতুন করে অভিযাত্রা শুরু হয়েছে ইমাম হোসেন আবির রাজধানীর দক্ষিণখানে বাড়ি ভাংচুর, লুটপাট ও বাড়িওয়ালাকে হত্যার হুমকি লালমনিরহাটে তামাকের গোডাউনে হামলা কোটি টাকার তামাক লুট

লালমনিরহাট জেলা ল্যান্ড সার্ভেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক সার্ভেয়ার দিবস পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১২০৩ বার পড়া হয়েছে

শাহজাহান সুমন।। বিশেষ প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা ল্যান্ড সার্ভেয়ার এসোসিয়েশনের আয়োজনে আন্তর্জাতিক সার্ভেয়ার দিবস উদযাপন। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাট ল্যান্ড সার্ভেয়ার এসোসিয়েশন এর অস্থায়ী কার্যালয় উদযাপিত হল আন্তর্জাতিক সার্ভেয়ার দিবস। এতে উপস্থিত ছিলেন, লালমনিরহাট ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অ্যাডভোকেট জনাব, বাদল আশরাফ, এ্যাডভোকেট, মোঃফজলুল করিম, উপদেষ্টার শামীম আলম তহশীলদার, আন্তর্জাতিক সার্ভেয়ার দিবস উদযাপনের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি জনাব শাহজাহান আলী সরকার (সুমন), সাধারণ সম্পাদক জনাব মোঃমাজহারুল ইসলাম মিঠু সার্ভেয়ার বাবু গিজার শংকর রায় শিক্ষক আদিতমারী, লালমনিরহাট জেলার সরকারি সার্ভেয়ার, মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রতন কুমার রায় সার্ভেয়ার মোশারফ হোসেন সার্ভেয়ার আদিতমারী,মোঃ শফিকুল ইসলাম সার্ভেয়ার কালীগঞ্জ , আবু বক্কর সিদ্দিক সার্ভেয়ার লালমনিরহাট, সুজন মিয়া সার্ভেয়ার খাতাপাড়া,কাইয়ুম মিয়া সার্ভেয়ার সাপ্টিবাড়ী, প্রচার সম্পাদক লালমনিরহাট জেলা ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশন। মোঃ আল মুক্তাদির, ক্যাশিয়ার লালমনিরহাট জেলা ল্যান্ড সার্ভেয়ার এসোসিয়েশন।এ সময় এডভোকেট ফজলুল করিম উপদেষ্ঠা বলেন আমিন শব্দের অর্থ বিশ্বাসী তাই যারা জাগা জমির মাপঝোক করেন কাজে নিয়োজিত আছেন সঠিক হিসাব মানুষের মাঝে উপস্থাপনা করে বুঝিয়ে দিবেন।
সভাপতি শাহজাহান আলী সুমন সার্ভেয়ার এর বিস্তারিত ইতিহাস তুলে ধরেন,গ্লোবাল সার্ভেয়ার’স দিবস ২১শে মার্চ এর শুভেচ্ছা বক্তব্য

বিশ্বব্যাপী সার্ভেয়ারদের অবদান এবং কৃতিত্বকে সম্মান জানাতে ২১শে মার্চ বিশ্বব্যাপী সার্ভেয়ার’স দিবস পালিত হয়। তারিখটি বেছে নেওয়া হয়েছিল কারণ ২১শে মার্চ হল ভার্নাল ইকুনোক্সের দিন(স্থানীয় বিষুব দিন) বিষুব হল বছরের দুটি মুহূর্ত যখন সূর্য বিষুব রেখার ঠিক উপরে থাকে এবং দিন ও রাত সমান দৈর্ঘ্যের হয়।এটি সেই মুহূর্ত যেখানে দৃশ্যমান সূর্যের কেন্দ্র সরাসরি বিষুবরেখার উপরে থাকে।স্থানীয় বিষুব দিন ২১ শে মার্চ ঘটে যা বসন্তের শুরুকে চিহ্নিত করে।, যা উত্তর গোলার্ধে বসন্তের সূচনা করে।

এই তারিখে জরিপের মৌলিক নীতিগুলিকে প্রতিফলিত করা হয় যা পৃথিবীর পৃষ্ঠ এবং সম্পদের পরিমাপ এবং ম্যাপিং এর সাথে জড়িত। অতিরিক্তভাবে, স্থানীয় বিষুব দিন এবং রাতের ভারসাম্য এবং সমতাকে প্রতিনিধিত্ব করে, যা সার্ভেয়ারগণ তাদের কাজের জন্য যে নির্ভুলতা এবং নির্ভুলতাকে প্রতিফলিত করে। গ্লোবাল সার্ভেয়ার’স দিবস বিভিন্ন ক্ষেত্রে যেমন নির্মাণ, প্রকৌশল, নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ,ল্যান্ড সার্ভে,ল্যান্ড ম্যানেজমেন্ট এবং আরও অনেক কিছুতে সমীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি সুযোগ হিসাবে কাজ করে। এটি আমাদের বিশ্ব গঠনে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সার্ভেয়ারদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা স্বীকৃতি দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্মও প্রদান করে।

গ্লোবাল সার্ভেয়ার’স দিবসে আজকের এই দিনে বাংলাদেশকে ডিজিটাল ও স্মার্ট বিনির্মাণে প্রতিটি দপ্তরে কর্মরত সকল সার্ভেয়ারগণ ঐক্যবদ্ধ এবং বদ্ধপরিকর।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓