বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ (আটশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, মামলা রুজু এবং উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ জাহাঙ্গীর আলম অত্র থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা এলাকা হইতে আসামী ১। মোঃ শাহীন আলম (২৩), পিতা- মোঃ আব্দুল্লাহ শেখ, মাতা- মোছাঃ আমিরন বেগম, সাং- রতনপুর, ইউপি- রৌমারী, থানা- রৌমারী, জেলা-কুড়িগ্রামকে ৮০০ (আটশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করেন।
মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং- ০৮, তাং- ০৫/০২/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১০(ক) রুজু করতঃ বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।