বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাট সদর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে খুনিয়াগাছ এলাকা হতে ৩২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন এবং গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা হতে ০১ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও একটি পালসার মটর সাইকেলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার লালমনিরহাট এঁর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানার এসআই (নিঃ) মোঃ মশিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় খুনিয়াগাছ পাকারমাথা এলাকা হতে ৩২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মোঃ আজিজ মিয়া(৫০), পিতা-মৃত আয়ুব আলী, মাতা-মোছাঃ আনিছা খাতুন , গ্রাম- কালমাটি (পাকার মাথা) , থানা ও জেলা –লালমনিরহাটকে হাতে নাতে গ্রেফতার করেন।
অপর অভিযানে এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোল ঘরের সামনে পাকা রাস্তার উপর একটি মোটর সাইকেল তল্লাশী করে ০১ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে মোঃ সাইদুল ইসলাম (২৬), পিতা-মোঃ বেলাল হোসেন, ও চন্দন কুমার রায়(২০), পিতা-শ্রী সুবল চন্দ্র বর্মন, মাতা-শ্রীমতি সভ্যা রানী রায় , গ্রাম- নাওডাঙ্গা (০৭ নং ওয়ার্ড) , উভয় থানা- ফুলবাড়ী, জেলা –কুড়িগ্রামদ্বয়কে গ্রেফতার করেন।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন কালো ও লাল রংয়ের ১৫০ সিসি পালসার মটরসাইকেল জব্দ করা হয়। যাহার চেসিস নং-MD2A11CZ8CCG48977 , ইঞ্জিন নং- DHZCCG51056 ।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক মামলা রুজু করতঃ বিধি মোতাবেক আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এবিষয়ে, লালমনিরহাট সদর থানার অফিসার ইন চার্জ ওমর ফারুক বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অবশ্যই চলমান আছে এবং থাকবে। তিনি মাদক নির্মূলে সচেতন মহলের সাহযোগিতা কামনা করেন।