শাহজাহান সুমন।। বিভাগীয় ব্যুরো প্রধান।।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,লোকসঙ্গীত শুদ্ধ জীবনাচার শেখায়।লালমনিরহাটে লোকসংগীত চর্চার মাধ্যমে শিশুদের আত্মশুদ্ধি ও জীবনবৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি লোকসংগীত উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার-শুক্রবার (৭-৮ মার্চ) লালমনিরহাটের সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মায়ের তরী’র আয়োজনে এ লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হবে।
মায়ের তরী’র প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট লেখক, লোকসংগীত গবেষক ওয়েরা সেথের- সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবির, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান,
রংপুর উপমহাপুলিশ পরিদর্শক মোঃ আব্দুল বাতেন বিপিএম (বার), পিপিএম, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন।
উদ্বোধক ছিলেন মৌলবাদ ও সাম্প্রদায়িকতকবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সম্মানিত আমন্ত্রিত অতিথি ছিলেন উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোজাম্মেল হক,
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের কার্যকরী সভাপতি আবৃত্তিশিল্পী মোঃ শওকত আলী,
সংগীত ব্যক্তিত্ব ও লালন সাধক বাউল শফি মণ্ডল, কবি,লেখক, গবেষক ও সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি। এ সময় লোকসংগীত উৎসব-২০২৪ উৎযাপন পর্ষদের আহবায়ক পিন্টু সাহা,
প্রধান সমন্বয়ক ইউসুফ আলমগীর, সদস্য সচিব সুজন কুমার বেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, লোকসংগীত গ্রামীণ জনগোষ্ঠীর হৃদয়ের সংস্কৃতি।
লোকসংগীতের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ ইত্যাদি অনুভূতি প্রকাশ করে এবং জীবন সংগ্রামে উজ্জীবিত হয়। আবার লোকসংগীতের মাধ্যমেই জীব আত্মা সেই পরম আত্মার সন্ধান করে।