লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ১নং ফুলগাছ এলাকায় চাচা ও ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে মারধর ও জখম করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত চাচা জয়নাল আবেদীন(৪৬) চিকিৎসা শেষে বাসায় ফিরে এলেও ভাতিজা জাহাঙ্গীর আলম এখনো হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঈদের আগের দিন ১৬-০৬-২০২৪ ইং ভাতিজা জাহাঙ্গীর আলম স্হানীয় ফুলগাছ বাজারে আসলে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকা সঙ্ঘবদ্ধ একটি চক্র অতর্কিতভাবে জাহাঙ্গীর আলমকে হামলা করে ও তখন জাহাঙ্গীরকে বাঁচাতে চাচা জয়নাল আবেদীন এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ি পেটানো হয়। জাহাঙ্গীরের পকেটে থাকা বাটন ফোন ভেঙে ফেলা হয়। আর ব্যবসার জন্য জমানো ৭০ হাজার টাকা ছিনতাই করা হয়। জাহাঙ্গীরকে আঘাত করার ফলে তার তার মাথা দিয়ে রক্তের ফিনকি ছুটলে এলাকাবাসী এগিয়ে আসে। জাহাঙ্গীর এবং জয়নাল আবেদীনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে বাদী হয়ে চাচা জয়নাল আবেদীন একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, একই এলাকার শহর আলীর ছেলে কালাম(২৭), হারুন(৩০), উজ্জ্বল(২৬) এছাড়া সোলায়মান (২৩), রাজু (২৪), সোহেল (২২) ও অজ্ঞাত আরো কয়েকজন। এলাকায় সরেজমিনে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিরা ইতিপূর্বেও আরো কয়েকবার একই রকম ঘটনা ঘটিয়েছিল। কিন্তু প্রভাব, প্রতিপত্তির কারণে কেউ তাদের উপর মুখ খুলতে সাহস পায়নি।
ভ্যানচালক চাচা জয়নাল আবেদীন কাঁদো কাঁদো কণ্ঠে জানায়- আমরা গরিব বলে আমাদের উপর বারবার অত্যাচার হচ্ছে। আমি বয়স্ক মানুষ ভাতিজাকে বাঁচাতে গেলে তারা কিল ঘুসি দিয়ে আমার নাক ফাটিয়ে দেয়। তিনি আরো বলেন- আমি থানা বরাবর অভিযোগ দায়ের করেছি। আমি এর সঠিক বিচার চাই।