বিনোদন প্রতিবেদক।
বলিউডের হ্যান্ডসাম বয়খ্যাত শৌখিন অভিনেতা হৃত্বিক রোশান অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘ফাইটার’ সিনেমার প্রথম গান। ‘শের খুল গায়ে’ শিরোনামের পার্টি মেজাজের গানের তালে রীতিমতো ঝলক দেখালেন এই বলিউড সুপারস্টার। গানটিতে হৃত্বিক রোশানের সঙ্গে তাল মিলিয়েছেন ফাইটারের নায়িকা দীপিকা পাড়ুকোন। গানটি গেয়েছেন বিশাল শেখর, বেনি দয়াল ও শিল্পা রাও। কুমারের লেখায় গানটির সংগীত আয়োজন করেছেন বিশাল শেখর।
এর মাধ্যমে অনেক দিন পর দর্শকের মাঝে ঝলক দেখালেন হৃত্বিক রোশান। কদিন আগেই মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। আর অ্যাকশনে ভরপুর টিজারটি দেখে মুগ্ধ দর্শক। এর পরই প্রকাশ্যে এল সিনেমাটির প্রথম গান। টি-সিরিজের ইউটিউবে মুক্তি পাওয়া গানটি প্রথম তিন ঘণ্টায় দেখা হয়েছে ১৫ লাখ বারেরও বেশি।
গানটির ভিডিওতে হৃত্বিক রোশান, দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা গেছে করণ সিং গ্রোভারকে। নাইট ক্লাবের আবহ তৈরি করা গানে এক ঝলক দেখা গেছে অভিনেতা অনিল কাপুরকেও।
‘ফাইটার’কে ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে, যার আভাস মিলেছে কয়েক দিন আগে মুক্তি পাওয়া টিজারের বেশ কিছু জেট স্ট্যান্টের দৃশ্যে। তবে সব ছাপিয়ে টিজারের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল হৃত্বিক ও দীপিকার অন্তরঙ্গ দৃশ্য।
সিনেমায় হৃত্বিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি এবং দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় অভিনয় করছেন।
প্রসঙ্গত, ‘ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ছবিটির চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। আর এই ছবির মাধ্যমেই প্রথমবার জুটি বেঁধে পর্দায় আসছেন হৃত্বিক ও দীপিকা।