বিনোদন প্রতিবেদক।।
আগামী ২২ জুন সংযুক্ত আরব আমিরাতের আজমানে ইন্ডিয়ান এসোসিয়েশন হলে আয়োজিত হতে যাচ্ছে প্রবাসে বাংলার সব থেকে বড় উৎসব। নাচ, গান ও কমেডিতে ভরপুর এই অনুষ্ঠানে থাকবেন দেশ-বিদেশের সবচেয়ে দামী তারকারা। বাংলাদেশের জায়েদ খান, প্রতীক হাসান, নীরবসহ ভারতের ঈধীকা পাল ও এই সময়ের জনপ্রিয় শিল্পী ও নায়ক নায়িকারা।
বিগ বাজেটের এই অনুষ্ঠানের আয়োজন করছে একশান কাট ইভেন্ট অর্গানাইজিং এল এল সি। এ বিষয়ে একশান কাট ইভেন্ট অর্গানাইজেশনের বিশেষ মুখপাত্র জনাব অনন্য মামুন বলেন- বিদেশের মাটিতে এটি একটি বড় ও ব্যয়বহুল অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করেছি বিনোদন দিতে। এ ব্যপারে আমরা সদা সচেষ্ট। বিদেশের মাটিতে এত বড় অনুষ্ঠান সত্যি বিরল।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে ইন্ডিয়ান এসোসিয়েশন হলে এই অনুষ্ঠান উপভোগ করার উদাত্ত আহ্বান জানান জনাব অনন্য মামুন।।