নিজস্ব প্রতিবেদক।।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ঢাকায় অবতরনের পর এক নারী যাত্রীর কাছ থেকে ৬৯পিস স্বর্ণেরবার ও অলংকার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের ১০নং বোডিং ব্রিজ এলাকা থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
আটককৃত যাত্রীদের নাম রেখা পারভীন। মোট উদ্বারকৃত স্বর্নের ওজন ৮কেজি ২১৭গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬কোটি ৫৭লাখ ৩৬হাজার টাকা বলে জানা গেছে। আজ সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি পরিচালক ফারহানা বেগম এসব স্বর্ণ আটকের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
কাস্টমস শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টা ২মিনিটের সময় এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৪) নাম্বারের বিমানটি শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বি-শিফটের কর্মকর্তা ও কর্মচারীরা সোনার চালানটি ধরার জন্য বিভিন্ন জায়গায় আগে থেকে ওঁৎ পেতে থাকে। বিমানটি ১০নং বোডিং ব্রিজে সংযুক্ত হবার সাথে সাথে ওই বিমানের ২৮কে সিটের যাত্রী রেখা পারভীনের পরিচয় নিশ্চিত করা হয়। তল্লাশী করে তার সাদা হ্যান্ড ব্যাগের অভ্যন্তরে কালো কাপড়ে মোড়ানো অবস্হায় ৬৯পিস স্বর্ণবার ও একটি সোনার চেইন উদ্ধার করা হয়। স্বর্ণের ওজন ৮কেজি (৮০০৪) গ্রাম, চেইন এর ওজন ১১৫ গ্রাম। এছাড়া ৬পিস সোনার চুড়ি জব্দ করা হয়েছে। যার ওজন হল ৯৮গ্রাম।
ফারহানা বেগম জানান- কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট বি-শিফট এর কর্মকর্তা ও কর্মচারীগনের তৎপরতায় ও তল্লাশীর কারণে এই সোনার চালানটি রোধ করা সম্ভব হয়েছে। স্বর্ণবারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা রাখা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের এবং যাত্রীকে আজ বৃুধবার বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।